সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় দেবব্রত দাস প্রকাশ দেবু দাস নামে হাতিয়ার এক স্কুল শিক্ষককে ৮ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন আজাদীকে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দেবব্রত দাস নামের ওই স্কুল শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন আদালত। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। আদালত সূত্র জানায়, দেবব্রত দাস হাতিয়ার চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের কাব্যতীর্থ বিষয়ের শিক্ষক। ২০১৭ সালের ১৫ অক্টোবর ও
২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দুটি স্ট্যাটাস দেন। দুটি স্ট্যাটাসেই তিনি ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেন। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭(১) ধারায় হাতিয়া থানার এসআই মো. হুমায়ুন কবির একটি মামলা করেন। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০১৮ সালের ৫ মার্চ দেবব্রত দাসকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন। এর কয়েক মাস পর চার্জশিটটি আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।