স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ৩ ছাত্রীর

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিন স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় তিন স্কুলছাত্রী এবং মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে এক কৃষক মারা গেছেন বলে পুলিশ ও প্রশাসন জানিয়েছে। নিহতরা হলো পাকুন্দিয়ার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা আক্তার (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া আক্তার (১৫) এবং একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে নিহত কৃষকের নাম কডু মিয়া। খবর বিডিনিউজের।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই তিন স্কুলছাত্রী বজ্রপাতে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে দুই ভাগ হলো গাছ : বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের একটি বিশাল মেহগনিগাছ মাঝখান বরাবর ফেটে দুই ভাগ হয়ে গেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধইসিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দায়বদ্ধ করার প্রস্তাব এনসিপির
পরবর্তী নিবন্ধসংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন