স্কুল ছাত্রীদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্কুল ছাত্রীদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা গতকাল ১০ মার্চ সকালে চট্টগ্রাম রাইফেল ক্লাবে শুরু হয়েছে। মেয়েদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ স্কুল টুর্নামেন্ট দুটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ছাত্রীদের উদ্দেশ্য হওয়া উচিত নয় ক্লাসে প্রথম হওয়া, এতে অসুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। খেলাধুলায়ও ছাত্রছাত্রীদের মনোনিবেশ করা উচিত। আমাদের নৃতাত্ত্বিক শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যে সকল খেলাধুলায় ভালো করতে পারব সে সকল খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে। চট্টগ্রামের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩০ জন ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। টেবিল টেনিস এককে কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের ছাত্রী তূর্ণামনি চ্যাম্পিয়ন ও মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের ছাত্রী সাবিকুন নাহার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এগিয়ে আছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন। চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী রেখা আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সভানেত্রী আনজুমান আরা বেগম, কোষাধ্যক্ষ কোহিনুর হোসাইন, সদস্য জয়শ্রী সেন, সালেহা আহমেদ, গুলশান আরা, অজান্তা বড়ুয়া, সিজেকেএস কাউন্সিলর হারুন রশিদ সহ প্রশাসনের উর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইকরা হলিডে’স বাফা চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধমোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল নওজোয়ান