দীর্ঘ এক বছর ছয় মাস পর খুলছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হবে প্রানের উচ্ছ্বাসে প্রিয় শিক্ষার্থীদের পদচারণায়। সরকারি নির্দেশনায় ১৯ টি প্রস্তাবনা দিয়ে চালু হচ্ছে শ্রেণি কার্যক্রম। নির্দেশনা মূল বিষয় স্বাস্থ্য বিধি পালন ও বাস্তবায়ন। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রকোপ কিন্তু থেমে নেই, এখন সবচেয়ে জরুরি স্বাস্থ্য বিধি পালন। প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনো টিকার আওতাধীন নয়, তাই স্বাস্থ্য সু-রক্ষায় মাস্ক পরা, হেন্ডস্যানিটাইজ ছাড়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন অতিবাহিত করা বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশের লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে বেশির ভাগ গ্রামাঞ্চলে অবস্থিত। বর্তমান সময়ে শহর থেকে গ্রামে স্বাস্থ্য সচেতনতা নেয় বললে চলে। শতকরা ৯০ ভাগ মানুষের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব, ঘন ঘন হাত ধুয়ার কথা বাদেই দিলাম। এমতাবস্থায় শিক্ষার্থীর জীবন রক্ষায় শিক্ষক, অভিভাবক,সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা খুবই জরুরি। আসুন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীর শিক্ষা জীবন সুন্দর, সুস্থ, ও নিরাপদ রাখতে সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসি।করোনা মুক্ত সুনীল পৃথিবী জুড়ে আসুক আলোর মশাল। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করতে এগিয়ে আসুক সংশ্লিষ্ট সকলে এই প্রত্যাশা রইল।