স্কুলে ভর্তি নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

সারাদেশের মতো চট্টগ্রাম নগরের সরকারি ১০টি স্কুলে ভর্তি আবেদন অনলাইনে চলমান রয়েছে। আবেদন শুরু হওয়ার ৮ দিনের মধ্যেই ৭৫ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতেও আবেদন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে গতকাল দৈনিক আজাদীতে ‘৮ দিনেই আসনের ৯৭ শতাংশ আবেদন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ১০ স্কুলে মোট আসনের যে বিবরণ দেওয়া হয়েছে সেটি সঠিক নয়।

চট্টগ্রামে ১০টি সরকারি স্কুলে মোট ৭৫ হাজার ৯০২টি আবেদন পড়েছে। এর মধ্যে ১০টি স্কুলে খালি আসন রয়েছে ২ হাজার ২৩৬টি। গতকাল বৃহস্পতিবার বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এটি গত মঙ্গলবারের সর্বশেষ তথ্য বলে তিনি জানিয়েছেন। গত ১২ তারিখ থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু হয়েছে, চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগামী ১২ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তিচ্ছুদের স্কুল ঠিক করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য অসুস্থ রোগীকে প্রয়াসের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকর‌্যালি