২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশে সরকারি–বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর লটারি হওয়ার কথা ছিল। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন।
এর আগে ১২ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয়। ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সময় ছিল। শিক্ষা মন্ত্রণালয় আগেই বলেছে, ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এবারের ভর্তির আবেদন ফি ছিল ১১০ টাকা।
জানা গেছে, সরকারি–বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। বেসরকারি স্কুলে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। ভর্তি কমিটি জানিয়েছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। আবেদনকারীরা পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।
অপরদিকে চট্টগ্রাম নগরের ১০টি সরকারি স্কুলের ২ হাজার ২৩৬টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৬২টি আবেদন পড়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে গভ. মুসলিম হাই স্কুলে। ৩২৬টি আসনের বিপরীতে এ স্কুলে আবেদন পড়েছে ২২ হাজার ৭৬৩টি।