লোহাগাড়ায় বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় এক শিক্ষককে মারধর করেছে বখাটেরা। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল শুক্কুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ ইমন (২২)। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মোহাম্মদ ইলিয়াছের পুত্র। এতে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত অভিযুক্ত যুবক বিদ্যালয় ছুটি ও শ্রেণি কার্যক্রম শুরুর আগে ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং অশ্লীল বাক্য উচ্চারণ, এমনকি ছাত্রীদের গায়ে হাত দেওয়াসহ বিভিন্ন উশৃঙ্খল কার্যক্রম করে আসছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। এ সময় খবর আসে বিদ্যালয়ের পূর্ব পাশে খোকন বাপের ঘাটা এলাকায় অভিযুক্তরা দশম শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে উত্ত্যক্ত করছে। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনারুল ইসলাম ও জিয়াউল হক জিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় বাধা দেয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শিক্ষক জিয়াকে মারধর করে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শিক্ষককে মারধর করার ঘটনায় অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।