স্কলার রাইটার্স একাডেমির সাহিত্য সম্মেলন

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বই মানুষকে আলোকিত করে। তাতে আলোকিত হয় দেশসমাজ। বিশেষ করে মাদক ও বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের এ সময়ে মেধাভিত্তিক মননশীল সমাজ বিনির্মাণে বই পড়ার কোন বিকল্প নেই।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ২৮ জানুয়ারি স্কলার রাইটার্স একাডেমির আয়োজনে সাহিত্য সম্মেলন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মাউশির উপপরিচালক ড. গাজী গোলাম মাওলা, সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, সাবেক অধ্যক্ষ মো. নাসির উদ্দীন, উপাধ্যক্ষ আবু সাঈদ, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী। উদ্বোধন ঘোষণা করেন জেলা জজ জানাতুল ফেরদৌস আলেয়া। স্বাগত বক্তব্য দেন, স্কলার্স রাইটার্স একাডেমির চেয়ারম্যান রেহানা পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন, শিক্ষক মো. আলী আব্বাস।

যাদের বই প্রকাশিত হয়েছে তারা হলেনজান্নাতুল ফেরদৌস, রেহানা পারভীন, সাবিহা মুসা, সৈয়দা রাজিয়া মাহবুব, আব্দুল্লাহ আল মামুন, হালিমা নিশাত, মৌ হোসেন। সাহিত্য সম্মেলনে লেখকদের মোড়ক উন্মোচনের পর শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করেনতাবাসসুম তামান্না। আবৃত্তি পরিবেশন করেন দেবযানী দাশগুপ্তা, নৃত্যে ছিলেন রাবেয়া জামান এঞ্জেলা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী অধ্যাপক দেবাশিস্‌ রুদ্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধলই শাহী দরবারে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরাউজানে দুস্থ কৃষকদের পাওয়ার টিলার দিলেন পৌর মেয়র