গ্রামের বাড়িগুলোতে বিদ্যুৎ আছে অনেক দিন থেকেই, তবে সেখানে কোনো সড়কবাতি ছিল না। সন্ধ্যা হলেই গ্রামের রাস্তাগুলো ডুবে যেত অন্ধকারে। অনেকে এই অন্ধকারে হেঁটেই চলাচল করেন। কেউ আবার টর্চলাইটের আলো ফেলে যাতায়াত করেন।
তবে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি বড়ুয়া পাড়া আলী আকবর সড়কে স্থাপন করা হয়েছে হাই ভোল্টেজ সৌরবিদ্যুতের সড়কবাতি। সড়কের সেই অন্ধকার এখন পুরোনো ইতিহাস। সন্ধ্যা হলেই গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠছে। সড়কবাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠছে পথ। গ্রামের হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার ও সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে স্থাপিত হয়েছে এ সৌরবাতি। সড়ক থেকে সরে গেছে অন্ধকার। নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যে পথ চলছেন এলাকার লোকজন।
গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সৌরবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। হারুয়ালছড়ি জেতবন বৌদ্ধ বিহার ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি বাবু পবিত্র বড়ুয়া বলেন, এত দিন সড়কগুলো অন্ধকারে ডুবে রয়েছে। মানুষ অন্ধকারে চলাফেরা করেছে। এখন আর সেই অন্ধকার নেই। দূর থেকে আমাদের গ্রামকে একটি দৃষ্টিনন্দন গ্রাম মনে হয়। প্রতিটি সৌরবাতি খুব ভালো ও ক্লিয়ার আলো দিচ্ছে। সৌরবাতি লাগানোতে খুবই আনন্দিত গ্রামের মানুষ। আমরা সামাজিক উন্নয়ন, শিক্ষা এবং দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। হারুয়ালছড়ি ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় স্থানীয় লোকজন কাজটি বাস্তবায়ন করেছেন। ইটাউরী গ্রামজুড়ে এখন রাতে বাতি জ্বলে। এটা ভালো একটা উদ্যোগ, ভালো কাজ। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এ রকম কাজ প্রশংসনীয়।









