সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে এসে আটকেপড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সৌদি আরব সরকার। সব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, সবার ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা আমাদের জানিয়েছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করেন। ২০১৯-২০ অর্থবছরে যে এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে, তার মধ্যে ৪০১ কোটি ৫১ লাখ ডলারই সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন। খবর বিডিনিউজের।
করোনাভাইরাস মহামারীকালে সৌদি আরব প্রবাসী যারা দেশে এসেছিলেন, দেশটির সরকার বিমান চলাচল পুনরায় শুরু করলেও বাংলাদেশ থেকে যাওয়ায় দেখা দেয় বিপত্তি। সৌদি আরবের অনুমতি না মেলায় সেদেশে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে পারছিল না বিমান। ফলে সৌদিতে কর্মরত অনেক বাংলাদেশি বিমানের টিকেট কেটে রেখেও যেতে পারছিলেন না। অন্যদিকে ফ্লাইট কম থাকায় সৌদিয়া এয়ারলাইন্সও এত যাত্রীর চাপ নিতে পারছিল না। এই পরিস্থিতিতে সৌদি প্রবাসী কর্মীরা বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স অফিসের সামনে টানা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে আটকেপড়াদের ভিসার মেয়াদ এবং ২৪ দিনের জন্য ইকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ৩০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, চলতি বছরের মার্চে ভিসা পেয়েও মহামারীর কারণে সৌদি আরবে যেতে না পারায় প্রায় ২৫ হাজার জনকে নতুন করে ভিসা নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন রাইস মিলকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদুই বান্ধবীকে দলবেঁধে ধর্ষণ ৪ কিশোর আটক