সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ,স্বাভাবিক করতে আগ্রহী

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর বলেছেন, সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তিনি বলেছেন, গত বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল সৌদি আরব। তবে ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আলআকসা তুফান অভিযান চালানোর পর সে প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। লন্ডনে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

প্রিন্স বন্দর বলেন, গাজায় ব্যাপক মাত্রায় হতাহতের ঘটনা সত্ত্বেও সৌদি আরব এখনও মনে করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব। গাজা একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন এবং আন্তর্জাতিক সমাজ যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরো দাবি করেন, ইসরায়েলের সঙ্গে যেকোনো চুক্তির শর্ত হবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

পূর্ববর্তী নিবন্ধসরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টুডিওতে বন্দুকধারীদের হামলা
পরবর্তী নিবন্ধভুটানের পার্লামেন্ট নির্বাচনে উদারপন্থি পিডিপির জয়