সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামেদুল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলবেন বাংলাদেশী বংশদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সেটা নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। এই হামজা চৌধুরী ছাড়াও আরো দুজন প্রবাসী ফুটবলার খেলবেন বাংলাদেশের জার্সি গায়ে। তাদের একজন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। অনুমিত সময়েই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এই ফাহামেদুল ইসলাম। ইতালির সিরি ‘ডি’তে খেলা এই ফরোয়ার্ড কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের সাথে মানিয়ে নিতে দুই সপ্তাহ সময় পাচ্ছেন। আর এই সময়ে লালসবুজের জার্সি গায়ে মাঠে নামতে নিজেকে প্রস্তুত করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফাহামেদুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই জানিয়েছিল, ১০ মার্চ ক্যাম্পে যোগ দিতে পারেন ফাহামেদুল। গত সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ওলবিয়া কালসিওর ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে বর্তমানে সৌদি আরবে নিবিড় অনুশীলন করছে দল।

৩০ জনের ক্যাম্পের দলে এখনও যোগ দেননি শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের আগামী ১৭ বা ১৮ মার্চ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দল এখন সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্প করছে। সৌদি আরব গরমের দেশ হলেও তায়েফ অপেক্ষাকৃত শীতল থাকে। আর বর্তমানে সৌদি আরবের আবহাওয়া বেশ ঠান্ডা। আর তার মধ্যে তায়েফেতো আরো বেশি ঠান্ডা। যেহেতু ভারতের শিলংয়ে হবে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটি, যেহেতু তায়েফের এই অনুশীলন ক্যাম্প বেশ কাজে দেবে বাংলাদেশ দলের জন্য। এখনকার তায়েফের আবহাওয়া বেশ সহিঞ্চু হবে ইউরোপ থেকে আসা ফুটবলারদের জন্য। বাংলাদেশ দল এরই মধ্যে বেশ কয়েকদিন অনুশীলন সেরেছে। এবারের এশিয়ান কাপ বাছাই পর্বে নতুনরূপে আত্মপ্রকাশ করতে চাইছে বাংলাদেশ। হামজা চৌধুরীর মত ফুটবলার যোগ হওয়ায় বাংলাদেশ দল নিয়ে আগ্রহটাও বেড়েছে বেশ সমর্থকদের মধ্যে। তারউপর ম্যাচটি যেহেতু ভারতের বিপক্ষে সেহেতু এই ম্যাচকে ঘিরে আগ্রহটা তাই একটু বেশি। এরই মধ্যে সব বিদেশী ফুটবলার দলে যোগ না দিলেও নিজের মত করেই ছক কষছেন কোচ কারবেরা। তিনি এরই মধ্যে ঠিক করে ফেলেছেন কোন বিদেশীকে কোন জায়গায় খেলাবেন। দলের দেশি ফুটবলাররাও এই অনুশীলন ক্যাম্পে বেশ সিরিয়াস। তারাও এই ম্যাচটাকে বেশ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। আর এই ম্যাচ জিতে নতুন করেই যেন শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল দল। আর সে লক্ষ্যে চলছে প্রস্তুতি।

পূর্ববর্তী নিবন্ধনারী ডেভেলপম্যান্ট হকি শুরু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি সরকারি স্কুল জয়ী