সৌদি আরবে গত অগাস্টের পর থেকে প্রথমবারের মতো করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ১ হাজার ছাড়িয়েছে। সৌদি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত রোববার সেখানে নতুন করে এক হাজার ২৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এদিন দেশটিতে আরও একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
ডিসেম্বরে সৌদি আরব কর্তৃপক্ষ সেখানে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরণ ওমিক্রন শনাক্তের খবর দেয়। গত বছর সেপ্টেম্বরে দেশটিতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ একশর নিচে নেমে এসেছিল। তবে নতুন শনাক্ত রোগীদের মধ্যে কতোজন ওমিক্রন আক্রান্ত তা পরিষ্কার করে জানায়নি তারা। প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে এ পর্যন্ত মোট ৫ লাখ ৫৮ হাজার ১০৬ জন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৮৮৭৯ জনের। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পুরো বিশ্বকে আবারও লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে অবিশ্বাস্য দ্রুত গতিতে এটি ছড়িয়ে পড়ছে। সংক্রমণ ঠেকাতে সেখানে অনেক দেশ এরই মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে। সৌদি আরবের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে এদিন ২ হাজার ৬০০ নতুন রোগী শনাক্ত হয় আর তিন কোভিড রোগীর মৃত্যু হয়। ভ্রমণের জন্য পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা দেশটিতে এখন একটি আন্তার্জাতিক মেলা চলছে। গত শনিবার আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগামী ১০ জানুয়ারি থেকে টিকা নেননি এমন নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করবে। এর পাশাপাশি টিকার দুই ডোজ গ্রহণ করা নাগরিকদের ভ্রমণের আগে বুস্টার ডোজ নিতে হবে। প্রায় ৯৯ লাখ জনসংখ্যার দেশ সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ৯৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২১৬৮ জনের।