সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি আন্দোলন। বুধবার তাদের এ হামলার কারণে বেসামরিক একটি এয়ারক্রাফটে আগুনও ধরে যায়। সৌদি আরবের দক্ষিণে অবস্থিত বিমানবন্দরটিতে হামলায় চারটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে হুতিদের মুখপাত্র ইয়াহইয়া সারিয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বাংলানিউজের।
ইয়েমেনের বিশাল অংশের নিয়ন্ত্রণ ধরে রাখা হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায়ই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালেও রিয়াদ তার বেশিরভাগই প্রতিহত করার দাবি করে আসছে। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আভা বিমানবন্দরে আগেও হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।