সোহানের দুর্দান্ত দুই গোলে চ্যাম্পিয়ন আবদুস সোবহান একাডেমি

মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ইফতেখার হোসেন সোহানের দুর্দান্ত দুটি গোলে পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি ২১ গোলে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়লে দ্বিতীয়ার্ধে দুর্ধান্তভাবে ঘুরে দাঁড়ায় পটিয়ার কিশোররা। সোহান যে নৈপুণ্য দেখিয়েছে তা সচরাচর বড়দের ফুটবলে দেখা যায়। তার দু’প্রান্ত থেকে দুটি অসাধারন ফ্রিকিক পরিণত হয় গোলে। আর তাতেই শিরোপা জয়েল উচ্ছ্বাসে মাতে আবদুস সোবহান ফুটবল একাডেমির কিশোররা। খেলার শুরু থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দু দল। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় স্বাভাইবক খেলা খেলতে পারছিল না ফুটবলাররা। তাইতো লম্বা পাসের মাধ্যমে খেলার চেষ্টা করে দু’দল। তাতেই প্রথম সাফল্য পায় শোভনীয়া ফুটবল একাডেমি। যদিও প্রথমার্দে আক্রমণে এগিয়ে ছিল পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি। তবে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে খেলার ২৫ মিনিটে গোল করে এগিয়ে যায় শোভনিয়া একাডেমি। রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে ফাকায় বল যেয়ে যায় শোভনিয়া একাডেমির রিফাত হোসেন দারুণ শটে বল পাঠিয়ে দেয় জালে। উল্লাসে মাতে শোভনিয়ার খেলোয়াড় কর্মকর্থারা। তবে ২৭ মিনিটে সমতা ফেরাতে পারতো আবদুস সোবহান একাডেমি। কিন্তু তাদের এক ফুটবলারের শট ফিরে আসে ক্রসবারে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে আবদুস সোবহান একাডেমি। সুযোগও পেয়েছিল একাধিক। কিন্তু তা থেকে গোল আদায় করতে পারেনি। খেলার ২২ মিনিটে মাঠের পূর্ব প্রান্তে ফ্রিকিক লাভ করে আবদুস সোবহান একাডেমি। প্রায় ৪০ গজ দূর থেকে ইফতেখার হোসেন সোহানের শট জড়িয়ে যায় জালে। খেলায় ফিরে সমতা। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটে এবার ডানপ্রান্তে ফ্রিকিক লাভ করে আবদুস সোবহান ফুটবল একাডেমি। এবারো সেই সোহানের শট হাওয়ায় ভেসে ঠিকানা খুঁজে নেয় জালে। ২১ গোলে এগিয়ে যায় পটিয়ার দলটি। এরপর শোভনিয়া একাডেমি আর গোল পরিশোধ করতে পারেনি। ফলে ২১ গোলের জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমি। জোড়া গোল করে দলকে শিরোপা জেতানো সোহান নির্বাচিত হয় ফাইনালের সেরা খেলোয়াড়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভপতি এস এম শহীদুল ইসলাম। অনুষ্ঠান উপাস্থপনা করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস কাউন্সিলর সৈয়দ শাহাবুদ্দিন শামীম, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, আবু সৈয়দ মাহমুদ, কাজি জসিম উদ্দিন, হারুন আল রশিদ, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, রায়হান উদ্দিন রুবেল সহ কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন মেহেদী মিরাজ
পরবর্তী নিবন্ধভবনে আগুন, আতঙ্কিত বাপ্পার পরিবার