চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চবি সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হলের পেশ ইমাম মাওলানা শাহদাত হোসাইন এবং অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের ক্রীড়াবিদ মাহমুদুল হাসান। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতী ক্রীড়াবিদ মো. মনছুর উদ্দিন রনিকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার ড. মো. আবুল বাশারের নির্দেশনায় ক্রীড়াবিদ ইসমাইল হোসেন ইমনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের ক্রীড়াবিদ আফজাল চৌধুরী।