সোশাল মিডিয়া আসক্তি, এক ভয়ংকর নেশা

হেলাল চৌধুরী | সোমবার , ৬ জুন, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

মানুষের মুখে প্রায়ই শুনি, “নেশা একটা খারাপ অভ্যাস”। এই কথাটাকে আমি হালকা পরিবর্তন করতে চাই। আমার মতে, “প্রতিটি খারাপ অভ্যাসই একটা ক্ষতিকর নেশা”। এখানে আমি অভ্যাস বলতে অভ্যস্ততাকে বুঝাচ্ছি। মানুষ অভ্যস্ততা থেকে যখন বের হয়ে আসতে পারেনা, তখন সেটা নেশায় পরিণত হয়। আর যেকোনো নেশাই নিঃসন্দেহে ক্ষতিকারক। বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকরতম নেশার নাম “সোশাল মিডিয়া আসক্তি”। এই নেশা যেকোনো মাদক দ্রব্যের চাইতেও ভয়ংকর। আমি আমার দিব্যচোখে গোটা একটা প্রজন্মের ধ্বংস হয়ে যাওয়া দেখতে পাচ্ছি। সোশাল মিডিয়ার সাথে সম্পৃক্ততা অবশ্যই দরকার আছে।

এই মিডিয়াকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, তাহলে সোশাল মিডিয়ার অনেক উপযোগিতা আছে। কিন্তু সেটা আসক্তি বা নেশার পর্যায়ে গেলেই বিপদ। আমার আলোচনা সোশাল মিডিয়ার বিরুদ্ধে নয়, আসক্তির বিরুদ্ধে। ভার্চুয়াল রিলেশন ও কমিউনিকেশন নিয়ে মানুষ এতটাই মোহগ্রস্ত যে…. বাস্তব জীবনের রিলেশনগুলো এখন চরমভাবে উপেক্ষিত, অবহেলিত। যতটুকু সময় আমরা ভার্চুয়াল জগতে বাস করি, তার সিকিভাগ সময়ও যদি আমরা বাস্তব জীবনের রিলেশনগুলোর টেক কেয়ার করতে ব্যয় করতাম তাহলে আমাদের সবার জীবন আরো অনেক সুন্দর হতো। ভার্চুয়াল জগত আসলে একটা মরীচিকা মাত্র।

জীবন সায়াহ্নে আপনি ওঈট এর বেডে যেদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকবেন…. সেদিন আপনার কয়জন ভার্চুয়াল ফ্রেন্ডকে আপনি পাশে পাবেন, তার জবাব দিতে পারে শুধু “সময়”। কিন্তু গ্যারান্টি সহকারে একটা কথা বলতে পারি… সেদিন আপনার আইসিইউ-এর সামনে সেই কাছের মানুষগুলোই উৎকণ্ঠিত রাত্রিযাপন করবে যাদের জন্য একদা আপনার হাতে কোন সময় ছিলোনা। তাই সময় থাকতে সময় নষ্ট করা বন্ধ করুন। পরিবারকে সময় দিন। প্রিয় বন্ধুদের সময় দিন। কাছের মানুষগুলোকে সময় দিন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির ধ্বংস নয়
পরবর্তী নিবন্ধপারিবারিক শিক্ষা