মহাশূন্য থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে শুরু হয়েছে এবারের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুর। এরই মধ্যে ট্রফিটি ঘুরেছে ৮টি দেশ। চলতি মাসে এটি আসছে বাংলাদেশে। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের এই সফরে কখন কোথায় যাবে ট্রফিটি তা ঠিক করে ফেলেছে বিসিবি। সংবাদ মাধ্যমকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান আগামী ৭ আগস্ট ট্রফি আসবে বাংলাদেশে। ৯ আগস্ট এটি ফেরত নিয়ে যাওয়া হবে। একটি পাবলিক প্লেসে দর্শকদের জন্য উম্মোক্ত রাখা হবে ট্রফিটি। এছাড়া বিসিবিতে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও ক্রিকেট সংশ্লিষ্টরা ট্রফি দেখতে পারবে। মহাশূন্য থেকে শুরু করে ভারত ছাড়াও এখন পর্যন্ত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে গেছে বিশ্বকাপের ট্রফি। ওই সব দেশের উল্লেখযোগ্য স্থাপনার সামনে হয়েছে ট্রফির ফটো সেশন। এই ধারাবাহিকতায় দেশের উল্লেখযোগ্য স্থাপনায় বিশ্বকাপ ট্রফির ফটো সেশনের জন্য পদ্মা সেতুকে বেছে নিয়েছে বিসিবি।
আইসিসির একটা চাহিদা হচ্ছে যেই দেশে ট্রফি যাবে সে দেশের উল্লেখযোগ্য স্থানে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটো সেশন করা হয়েছিল। এবার যেহেতু পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা। বাংলাদেশ সফরের দ্বিতীয় অথবা তৃতীয় দিন সাধারণ ক্রিকেট প্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ। বিসিবি সিইও বলেন আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে একটি শপিং মলে এটি সবার দেখার জন্য রাখার। এর আগেও এমন করা হয়েছিল। এটাকে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ সময় সাধারণ মানুষ দেখতে পারে। অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি জনসাধারণের জন্য কোথায় রাখা হবে ট্রফিটি। বাংলাদেশ থেকে ১০ আগস্ট ট্রফিটি পৌঁছে যাবে কুয়েতে। সেখান থেকে বাহরাইন হয়ে ফিরবে ভারতে। পরে ১৬ আগস্ট আবার এটি ভ্রমণে বের হবে। সবশেষ ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে শেষ হবে প্রায় আড়াই মাসের এই ভ্রমণ। স্বাগতিক ভারতসহ সবমিলিয়ে ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।