সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির মতবিনিময় সভা

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যবসায়ীদের সাথে মনোহর খালী (পুরাতন ফিশারী ঘাট) জেলে সম্প্রদায়ের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। নতুন ফিশারীঘাটের মাছ বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলে আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক (বাবুল সরকার)। সভায় সভাপতিত্ব করেন মনোহর খালী (পুরাতন ফিশারী ঘাট) জেলে সম্প্রদায়ের নেতা বাবু অধীর দাশ ও সঞ্চালনা করেন সাগর দাশ। সভায় জেলে সম্প্রদায়ের নেতারা বলেন, নতুন মাছ বাজারে আমরা শান্তিপূর্ণভাবে সকল জেলে সম্প্রদায়ের লোকজন ব্যবসা করে আসছি। যারা মনোহরখালীর নাম দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন, তাদেরকে মনোহরখালীর নাম নিয়ে বিভ্রান্ত না করার আহবান রইল। এখন আর মনোহরখালী জেলে সম্প্রদায়ের মধ্যে তেমন কোনো বেকার নাই। সভায় উপস্থিত ছিলেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সওদাগর, দক্ষিণ জেলার তাঁতী লীগের সভাপতি দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সহসভাপতি একেএম ফজলুল হক, হাফেজ ইসমাইল, প্রবীর দাশ, এসএম কুতুব উদ্দীন, নওশাদ সওদাগর, মনোহর খালী (পুরাতন ফিশারী ঘাট) জেলে সম্প্রদায়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিকাশ বিশ্বাস, উজ্জল দাশ, রতন দাশ, প্রদীপ দাশ, মানিক দাশ, সুমন চμবর্ত্তী, লিটন, শ্যামল, কৃষ্ণ দাশ, বিজয় দাশ, কানু দাশ, ঝন্টু দাশ, সুশীল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোশাকশিল্পের অগ্রযাত্রা ধরে রাখতে ফোরাম প্যানেলে ভোট দিন
পরবর্তী নিবন্ধচবিতে উদ্দীপ্ত বই বিনিময় উৎসব