টুপ্ টাপ টুপ্ বৃষ্টি পড়ে
ভিজে সবুজ ঘাস,
দীঘির জলে সাঁতার কাটে
শাদা শাদা হাঁস।
নানা রঙের ফুলের থোকা
বাতাসে দোল খায়,
নূপুরের সুর বাজে
খুকুর রাঙা পায়
মাছরাঙাটি শিকার ধরে
উড়েই চলে যায়,
দুষ্ট ছেলে ঢিল ছুঁড়ে
পুকুর জলে হায়।
কী যে শান্ত প্রকৃতি ও
সবুজ খোলা মাঠ,
মাঝি মাল্লা নৌকা বেয়ে
ছাড়ছে খেয়া ঘাট।
স্বপ্নালু চোখ অপলক চায়
মুগ্ধ হয় খুব,
আমার সোনার বাঙলাদেশের
দেখে অতুল রূপ।