‘সোডিয়াম সালফেট’ আমদানি বন্ধের দাবি

লবণ চাষি ও ব্যবসায়ীদের সভা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চকরিয়ার একটি হোটেলে কক্সবাজার ও বাঁশখালীর লবণ চাষি ও ব্যবসায়ীদের এক জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় লবণের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে গঠন করা হয় লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। দেশে উৎপাদিত লবণ ভোক্তার চাহিদা মিটিয়ে শিল্পখাতেও ব্যবহার হয়ে আসছিল যুগ যুগ ধরে। এতে উৎপাদনকারী চাষি, ব্যবসায়ীসহ লবণ শিল্পের সাথে জড়িতরা অনেকটা স্বাচ্ছন্দ্যে দিন পার করেছেন। কিন্তু দেশে উৎপাদিত লবণের বারোটা বাজিয়ে বড় বড় মিল মালিকরা সিন্ডিকেট করে বিদেশ থেকে ক্যামিকেল আইটেমের নামে গোপনে ‘সোডিয়াম সালফেট’ আমদানি অব্যাহত রেখেছে। এতে পথে বসেছে দেশের চাষিরা। এতে মাঠপর্যায়ে এক কেজি লবণ উৎপাদনে ৬ টাকা খরচের বিপরীতে সাড়ে ৩ টাকাও পাচ্ছে না। এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জামিল ইব্রাহিম চৌধুরী, কার্গো বোট মালিক সমিতির সভাপতি মকছুদ আহমদ, সরওয়ার আলম, কলিম উল্লাহ, শামশুল আলম, আনিছুর রহমান, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আলী আহমদ, মোহাম্মদ মোকাদ্দেস, আবদুল খালেক, জালাল আহমদ, আবুল কালাম, আলী হোছাইন, আবদুল গফুর, এখলাছুর রহমান, শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনারীশিক্ষায় উপকৃত হয় পরিবার ও সমাজ
পরবর্তী নিবন্ধফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ