সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) অগণিত মুসলমানকে মুক্তির পথ দেখিয়েছেন

আনজুমান ট্রাস্টের সালানা ওরস মাহফিলে বক্তারা

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ৬৪ তম সালানা ওরস আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনপিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সালানা ওরস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলআলমগীর খানকাহ্‌কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় খত্‌মে কোরআন মাজীদ, খত্‌মে বোখারী শরীফ, খত্‌মে মজমু’য়ায়ে সালাওয়াতে রাসূল সাল্ল্লাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্ল্লাম, খত্‌মে গাউসিয়া শরীফ, খত্‌মে পবিত্র গেয়ারভী শরীফ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা ময়দানে তকরির, জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা তাবারুক বিতরণ।

এতে প্রধান অতিথি বলেন, আল্লাহ্‌ পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব ও পূর্ণতার স্তরে পৌঁছানোর জন্য সর্বশ্রেষ্ঠ নবী হুজুর সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলাম দান করেছেন। এ দ্বীনের যাহেরী (বাহ্যিক) দিক শরীয়তকে সুন্দর ও সাবলীলভাবে প্রতিষ্ঠা করে যাচ্ছেন নিষ্ঠাবান ওলামাই কেরাম আর বাত্বেনী দিক ত্বরীক্বত, মা’রিফাত ও হাক্বীক্বতের দীক্ষা দিচ্ছেন ও প্রতিষ্ঠা করে যাচ্ছেন হক্বক্বানীরব্বানী পীরমাশাইখ, আউলিয়া কেরাম। হযরত আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) তেমনি এক মহান ওলী।

সভাপতি বক্তব্যে মোহাম্মদ মহসিন বলেনহযরত সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.) অগণিত পথহারা মুসলমানকে শরীয়ততরিকত্বের অনুসরণে মুক্তির পথ দেখিয়েছেন। এশিয়াখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পরিচালনাসহ বিশাল বিশাল ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন, গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচালনা, মাসিক ‘তরজুমানএ আহলে সুন্নাত’ নিয়মিতভাবে প্রকাশ করছে।

এতে স্বাগত বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। উপস্থিত ছিলেনআনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ. কিউ. আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমির হোসেন সোহেল, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিস্‌টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্টের সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, লোকমান হাকিম মো. ইব্রাহীম, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ আবদুল হামিদ, তছকীর আহমেদ, মুহাম্মদ কমরুদ্দীন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, মোহাম্মদ হোসেন খোকন, নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ মাহাবুব ছফা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান। পরিশেষে, জামেয়ার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও আখিরী মুনাজাত পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্রের প্রদর্শনী উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবির দুই হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার