মাইজভাণ্ডার দরবারের শাহসুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল্–হাচানী আল–মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর আওলাদ হযরত শাহ্সুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্–হাচানী আল–মাইজভাণ্ডারীর ৪ দিন ব্যাপী ১৯–২২ আগস্ট খোশরোজ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারের শাহী ময়দানে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সাজ্জাদানশীন হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্–হাচানী আল–মাইজভাণ্ডারী বলেন, আল্লাহ্ আমাদের সৃষ্টি করেছেন তাঁর একত্ববাদে বিশ্বাস করার জন্য। খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল মাইজভাণ্ডার দরবার শরীফে রওজা গোসল, গিলাপ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির–আজকার ও আলোচনা সভা। গতকাল শুক্রবার সমাপনীতে মাইজভাণ্ডারে দেশের বিভিন্ন প্রান্ত হতে ভক্তদের যাতায়াত অব্যাহত ছিল।