সৈয়দ ফৌজুল আজিম শাহ্‌ এর ওরশ ১০ ডিসেম্বর

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

আউলাদে রাসুল (.), খান্দানে আমিরুল আউলিয়া (.) রাযে আমির আল্লামা শাহসূফী ক্বারী সৈয়দ ফৌজুল আজিম শাহ্‌ (.) এর ১০ তম বার্ষিক ওরশ ১০ ডিসেম্বর পটিয়া আমির ভান্ডার দরবারের শাহ্‌ মনজিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শাহ্‌ আজিম মরমি গোষ্ঠী, পটিয়া চট্টগ্রাম বাংলাদেশের আয়োজনে এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন হযরত শাহসূফী সৈয়দ ফয়সাল শাহ্‌ আল আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্যিক এমরান চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচসিক কলেজ শিক্ষকদের প্রীতি সম্মেলন আজ