সৈয়দ নুরুল বখতেয়ার শাহ’র (র.) বার্ষিক ওরস আজ

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) প্রধান খলিফা হযরত শাহসুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ (.) মাইজভাণ্ডারীর ৩৬তম বার্ষিক ওরস শরিফ আজ বৃহস্পতিবার ফটিকছড়ির বক্তপুর ভাণ্ডার সৈয়দ বাড়িতে অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকার জন্য শাহজাদা সৈয়দ নুরুল আতাহার আসিফ শাহ মাইজভাণ্ডারীর পক্ষে ওরস এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ জাবের সরওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে