সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ওরশের ১০দিনব্যাপী কর্মসূচি

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর ১১৯তম বার্ষিক ওরশ আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জানুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্প ও টেলিমেডিসিন সেবা প্রদান, ১৫ জানুয়ারি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক দায়রা শাখাসমূহের পুনর্মিলনী উপলক্ষে মাইজভাণ্ডারী সুফি খালওয়াত অনুষ্ঠান, ১৬ জানুয়ারি দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ এবং রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার, ১৭ জানুয়ারি এথিকস অলিম্পিয়াড ও তাকদিস সংলাপ, ১৮ জানুয়ারি মেধাবিকাশ শিক্ষা উৎসব, বিজ্ঞান বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এবং খলিফায়ে গাউছুল আজম ও অন্যান্য দরবারের আওলাদগণের উপস্থিতিতে তাসাউফ সংলাপ, ১৯ জানুয়ারি ক্লিন অ্যান্ড গ্রিন কর্মসূচি এবং আন্তর্জাতিক ছবি প্রদর্শনী, ২০ জানুয়ারি মাইক্রো, সিএনজি ও সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারদের মাঝে সনদ বিতরণ এবং প্রেমের তরী পুনর্মিলনী ও সম্মাননা প্রদান, ২১ জানুয়ারি সুফি নাটক ‘পাখিদের বিধান সভা’ প্রদর্শনী, প্রকাশনা উৎসব এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, ২২ জানুয়ারি এথিকস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও মেধা বিকাশ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেচার ক্লাব সদস্যদের মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন, ২৩ জানুয়ারি হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর (.) এর মাজার শরীফে গিলাফ চড়ানো, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও মোনাজাত এবং ২৪ জানুয়ারি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসমূহে ক্রোড়পত্র প্রকাশ, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও আখেরী মোনাজাত। ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি প্রতিদিন বাদে মাগরিব থেকে অনুষ্ঠিত হবে পবিত্র খতমে কোরআন শরীফ, হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (.) এর জীবন, কর্ম শিক্ষা ও তাসাউফ ভিত্তিক আলোচনা ও মাইজভাণ্ডারী ছেমা মাহফিল এবং ভক্ত জায়েরীনদের মাঝে নেয়াজতবারক বিতরণ করা হবে। এছাড়াও চার দিনব্যাপী মশকুল কোরআন ও বয়স্ক কোরআন শিক্ষা কোর্স অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এ বছরও ওরশে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন দেশ থেকে ভক্তঅনুরক্ত অংশ নেবেন। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.)’র সার্বিক তত্ত্বাবধানে মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির স্বেচ্ছাসেবক ও মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স (এমএসএফ) দায়িত্ব পালন করবে।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.) এর সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটি, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি), মাইজভাণ্ডারী ফাউন্ডেশন, মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্ট, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্ট, শাহ এমদাদীয়া অটো ড্রাইভিং স্কুল, প্রেমের তরী সুফি সংগীতালয়, মাইজভাণ্ডারী প্রকাশনী, গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন, গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদরাসা এবং অন্যান্য সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠানগুলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রিয় নবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসাই ঈমানের দাবি