নগরীর ৩৯নং ওয়ার্ডের আকমল আলী রোডের সৈকত ও মাটিয়া খাল থেকে ৫১ ট্রাক আবর্জনা অপসারণ করেছে চসিক। শুক্র ও শনিবার চসিকের পরিচ্ছন্ন বিভাগ এসব আবর্জনা উত্তোলন ও ডাম্পিং করে। সংশ্লিষ্টরা আশা করছেন, দুই একদিনের মধ্যেই খাল দুটি সম্পূর্ণ বর্জ্যমুক্ত হবে। তবে পরিচ্ছন্ন কাজের পর আবারো খাল দুটি আবর্জনায় পূর্ণ হলে এলাকাবাসীকে দায় নিতে হবে বলে সর্তক করা হয়েছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে চসিক কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।












