ঝরছে অশ্রু
ছোট্ট সাদা কাফনে মোড়ানো
ছোট ছোট দুটো হাত
বড় নিস্তব্ধ,
নেই কোনো হুটোপুটি
নেই আজ বাবাকে জড়িয়ে
হাজারো আকুতি আর আবদার,
অনেক কিছুই নেই আজ
আছে শুধু হাহাকার
তোমাকে সফেদ কাফনে
শুয়ে
কখনো ভাবিনি
এই শহর নগরে ফিরতে হবে,
তবুও ফিরেছি
ফিরেছি রিক্ত হস্তে,
তখনো ঝরছে অশ্রু
তোমার কবরে মাটির প্রলেপের ধূলিকনা,
শেষ বিকেলের অস্তমিত
সূর্য মিশেছে সন্ধ্যার আগমনী বার্তায়,
আমি ফিরছি
নিঃস্ব নিঃসঙ্গ
নির্মোহ নির্মম সত্য সাথে।