সেরা টাইমিং করেও হিট পার হতে পারলেন না সাঁতারু রাফি

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩৫ পূর্বাহ্ণ

অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের ভ্রমনের আরো এক সাক্ষি হয়ে ফিরছেন দেশের সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে হিট থেকেই বাদ পড়লেন বাংলাদেশের এই সাঁতারু। নিজের হিটে পঞ্চম হয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু। ১০টি হিট মিলিয়ে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন তিনি। সেরা ১৬জন জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে। অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের জন্য আকাশকুসুম কল্পনার মতোই। তাই নিজের সেরা টাইমিং করার প্রত্যয় নিয়ে প্যারিসে যান রাফি। সেটাও অবশ্য ওয়াইল্ড কার্ড নিয়ে। সেই লক্ষ্যে তিনি সফলই বলা যায়। কারন নিজের সেরা টাইমিং পার করতে পেরেছেন তিনি। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকে গিয়ে গতকাল ৫৩.১০ সেকেন্ডে রেস শেষ করেন রাফি। এর আগে অবশ্য রাফির মতো গত রোববার হিটেই বাদ পড়েছিলেন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটারের মধ্যে ৬২৪.২ স্কোর নিয়ে তার অবস্থান ছিল ৪৩তম। তার পেছনে ছিলেন কেবল ৬ জন। এদিকে আজ আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির মুখোমুখি হবেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছেন তিনি। ৩ আগস্ট মেয়েদের ৫০মিটার ফ্রিস্টাইল সাঁতারে পুলে নামবেন সোনিয়া খাতুন। একইদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা রয়েছে দেশের সেরা দৌড়বিদ ইমরানুর রহমানের। তবে সে সব ইভেন্টেও পদক পাওয়ার কোন সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের ক্রীড়াবিদদের লক্ষ্য নিজেদের পারফরম্যান্সের উন্নতি করা। বরাবরই তেমন লক্ষ্য নিয়ে অলিম্পিকে যান বাংলাদেশের ক্রীড়াবিদরা। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরে আসেন। তাই অনেক সময় নিজেদের সেরা পারফরম্যান্স টপকাতে পারেনা। এবারেও কতটা সফল হন বাংলাদেশের ক্রীড়াবিদরা নিজেদের সাথে লড়াইয়ে সেটাই এখন দেখার বিষয়। অলিম্পিকের বিচারে পারফরম্যান্স একদমই ভালো নয়। তবে নিজের সেরা টাইমিং করতে পেরেই খুশি সামিউল রাফি। মিঙড জোনে দাঁড়িয়ে বাংলাদেশি সাংবাদিকদের তিনি বলেছেন নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল আমার। সেটা পেরেছি। সেরা টাইমিং হয়েছে। এতে ভালো লাগছে। তবে সামিউলের আক্ষেপ আরেকটু ভালো করতে না পারার। তিনি বলেন এই ইভেন্টে সেমিফাইনালে খেলা সাঁতারুদের টাইমিং থাকে ৪৭ থেকে ৪৮ সেকেন্ডের মধ্যে। আমরা বেশ পিছিয়ে। আমি নিজের সেরা টাইমিং করলেও ইচ্ছা ছিল ৫২ সেকেন্ডের মধ্যে সাঁতার শেষ করা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেতাগী ইউনিয়ন
পরবর্তী নিবন্ধসবুজ দলে চার হাফ সেঞ্চুরি দাপট দেখাচ্ছে পেস বোলাররা