সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য দল প্রস্তুত বলে জানালেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন। ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ শুক্রবার সেমি–ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ৪ টায়। ‘বি’ গ্রুপের রানার্স আপ হওয়া নেপালকে হালকাভাবে নিচ্ছে না ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃহস্পতিবার প্রস্তুতির ফাঁকে কোচ ছোটন জানালেন, গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরিকল্পনা। ‘আল্লাহর রহমতে, দেশবাসীর দোয়ায় আমরা ভালোভাবেই গ্রুপ পর্ব শেষ করে সেমি–ফাইনালে এসেছি। যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে, শারীরিক ও মানসিকভাবে। ছেলেরা পুরোপুরি প্রস্তুত সেমি–ফাইনালের জন্য। নেপাল ভালো দল, আমরাও ভালো, সেমি–ফাইনালও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব। গ্রুপ পর্ব শেষ করে আমরা যে সময় পেয়েছি, সেটা পুরোপুরি কাজে লাগিয়েছি।