সেমিতে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল সোমবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বের পর গতকাল কাঠমান্ডুতে মাঠের অনুশীলন শুরু করেছে কোচ মারুফুল হকের দল। এবার সেমিফাইনালে ভারতকে এড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু নেপালের বিপক্ষে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের অভাবনীয় ভুলে তা হয়নি। ভারতকে শক্তিশালী মানলেও নিজের দলের প্রতিও তার আস্থার কথা জানিয়েছেন মারুফুল হক, ‘নেপাল আসার আগেই আমরা বলেছিলাম, ফাইনাল খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারিনি। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমি বলবো, একটা দুর্ঘটনার কারণে গোল খেয়েছি। আশা করি, ছেলেরা এটা কাটিয়ে উঠতে পারবে।’ প্রতিপক্ষ নিয়ে তার কথা, ‘সেমিফাইনাল যেহেতু ভারতের বিপক্ষে, তারা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তবে ছেলেদের যে মনোযোগ এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর মানসিকতা আমরা দেখেছি, একই মানসিকতা নিয়ে ভারতের বিপক্ষে খেলতে পারলে আশা করি আমরা ফাইনালে উঠতে পারবো।’

পূর্ববর্তী নিবন্ধপুরান ঝড়ে দ. আফ্রিকাকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী নিবন্ধব্রাজিল দলে ডাক পেলেন ১৭ বছরের এস্তেভাও