সেবাপ্রার্থীরা জানালেন নানা সমস্যা ও দুর্ভোগের কথা

সিডিএ’র গণশুনানি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

সিডিএতে (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গণশুনানি চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। গণশুনানিতে ৫০ জনের বেশি সেবাপ্রার্থী অংশ নেন। সেবাপ্রার্থীরা সিডিএ’র সেবাগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। সিডিএ চেয়ারম্যান সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং নির্বিঘ্নে সেবা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সেবাগ্রহীতাদের আশ্বস্ত করেন। গণশুনানিতে চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা মো. জাফর আলম বলেন, সিডিএ’র অন্যতম প্রকল্প অনন্যা আবাসিক এলাকাতে এখনো অনেক সমস্যা বিদ্যমান। বিশেষ করে সেখানে এখনো রাস্তাঘাট তৈরি হয়নি। এছাড়া আরো নানা সমস্যা তো আছেই।

গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য এএসএম জাইদুল করিম, মোহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী। এছাড়াও সিডিএ সচিব রবীন্দ্র চাকমা ও প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসসহ সিডিএর কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ভক্সি-কাভার্ডভ্যান সংঘর্ষের পর খাদে, বাঁশখালীর ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে