সেপ্টেম্বর থেকে এফ-১৬ ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

এফ১৬ যুদ্ধবিমানের ইউক্রেনীয় পাইলটদের আগামী মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা। পাইলটদের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। কীভাবে উন্নত ফাইটার বিমান ওড়াতে হয়, সেই প্রশিক্ষণ শুরু করার আগে তারা সেখানে প্রথমে ইংরেজি শিখবে। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বলেন, টেক্সাস ও অ্যারিজোনায় প্রশিক্ষণ কার্যক্রমে বেশ কয়েকজন পাইলট এবং বিমান দেখভালে কয়েক ডজন কর্মীকে যুক্ত করা হবে। খবর বাংলানিউজের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে ফোনে কথা বলেন। হোয়াইট হাউজ এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলছে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন।

ইউরোপীয় মিত্র ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ১৬ ফাইটার দেওয়া এবং এর পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাকে আরও প্রসারিত করেছে মার্কিন প্রতিশ্রুতি। নরওয়েও বলেছে যে, তারা ইউক্রেনকে উড়োজাহাজ সরবরাহ করবে এবং গ্রিস প্রশিক্ষণ দেওয়া দেশগুলোর সঙ্গে যুক্ত হবে। প্যাট রাইডার বলেন, এফ১৬ যুদ্ধবিমানের ওপর প্রশিক্ষণ পাঁচ থেকে আট মাস স্থায়ী হতে পারে। এটি অবশ্য নির্ভর করবে পাইলটদের বিদ্যমান দক্ষতার ওপর।

পূর্ববর্তী নিবন্ধক্রিমিয়ায় ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংস করা হয়েছে : রাশিয়া
পরবর্তী নিবন্ধপ্রিগোজিনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ মিথ্যা : রাশিয়া