সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশন আয়োজিত ইসতাফ সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপের আসর চলছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে । চলমান সে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দল হারিয়েছে সৌদি আরবকে। টুর্নামেন্টের রেগু ইভেন্টে ২১ সেটে সৌদি আরবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে। অবশ্য তার আগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সকালে ডাবল ইভেন্টে চাইনিজ তাইফের সাথে আশা জাগিও শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ২০ সেটে হেরেছে। প্রথম সেটটি বাংলাদেশ হেরেছে ১৫১২ পয়েন্টে। আর দ্বিতীয় সেটটি হেরেছে ১৫১১ পয়েন্টে। আজ ২০ মে ডাবল ইভেন্টে বাংলাদেশ নেপাল এবং রেগু ইভেন্টে শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ দলের দলনেতা সৈয়দ মোহাম্মদ তানসীর জানিয়েছেণ এই দুই ম্যাচে তারা জয়ের জন্য নামবে। দুটি ম্যাচেই জয়ের ব্যাপারে তিনি এবং তার দল বেশ আশাবাদি।

পূর্ববর্তী নিবন্ধহিউস্টনে জিম-রানিং শুরু করেছে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধরানার্স আপ হয়েই লিগ শেষ করল ব্রাদার্স