সেন্ট স্কলাসটিকাস গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে কিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কারাতে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান স্কুলের গভর্নিং বডির সভাপতি ফাদার লিওনার্ড সি রিবেরো এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলিম। বিশেষ অতিথি ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল সিস্টার অসীমা স্কলাস্টিকা রিবেরো, সেন্ট স্কলার্সটিকাস কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল সিস্টার করবী পাথাং, স্কুলের শিক্ষক প্রতিনিধি সাথী গোমেজ এবং কারাতে কো-অর্ডিনেটর সিস্টার বৃন্তা রেমা। এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট স্কলার্সটিকাস স্কুল কারাতে ক্লাবের প্রধান সহকারী ও বিকেএফকেএস এর সহকারী মহিলা কারাতে কোচ তাসপিয়া, বিকেএফকেএস এর ডিরেক্টর এডমিন ও প্রধান সহকারী কোচ আইয়ুব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী এ বি রনি।
.