সেন্ট প্ল্যাসিড্‌স স্কুল এন্ড কলেজে আইসিটি ফেয়ার উদ্বোধন

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী সেন্ট প্ল্যাসিড্‌ স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের এসপিএসসি কম্পিউটার ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার শুরু হয়েছে স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী “আইসিটি ফেয়ার ২০২৫”। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন ও চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ড প্ল্যাসিডিয়ান এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এয়াকুব।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ব্রাদার সনেট রোজারিও সিএসসি। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার লেনার্ড সি রিবেরিও। উদ্বোধনী দিনে সেন্ট প্ল্যাসিডস্‌সহ আরও চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আজ শনিবার সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নবনির্বাচিত ৮ম কার্যনির্বাহী কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে চক্ষু পরীক্ষা ক্যাম্প