ওল্ড প্ল্যাসিডয়ানস্ এসোসিয়েশন (ওপিএ) পরিচালিত ওপিএ লিটারেসি স্কুলের (ওএলএস) আশপাশের এলাকার দুস্থ ও গরীব ছাত্রদের বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য সারাদিনব্যাপী ওপিএ আনন্দমেলা– ২০২৩ গত ২২ সেপ্টেম্বর সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ওপিএ প্যাট্রন ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি, ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওপিএর প্রাক্তন সভাপতি ওপিএন প্রসেনজিত দত্ত (রাজু), আইপিপি ওপিএন ওয়াসিম শরীফ। প্রথমে অতিথিদের স্কাউট ও ব্যান্ড দল সম্মিলিত গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রাথমিক সূচনা করা হয়। ওপিএর সভাপতি ওপিএন ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আহ্বায়ক ওপিএন এরোল গোমেজ ও ওপিএন সজল কান্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ওপিএর জেনারেল সেক্রেটারি ওপিএন রিজভী রহমান, ওপিএর জয়েন্ট সেক্রেটারী ও ফান ফেয়ার অর্গানাইজিং কমিটির সেক্রেটারী ওপিএন তানভীর তাওসিব তাসকিন, ওএলএস ট্রেজারার ও ফান ফেয়ার অর্গানাইজিং কমিটির সেক্রেটারী ওপিএন মোঃ আনিছ উল্লাহ, ওপিএ ট্রেজারার মোঃ সাঈদুল আজম খান, ইসি মেম্বার ওপিএন জিকু চৌধুরী, ওপিএন আবু মোহাম্মদ সাজেদ চৌধুরী। পরে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেন্ট প্ল্যাসিডস স্কুলের গভর্নিং বডির সভাপতি ফাদার টেরেস রড্রিগেজ, ওপিএন সিলভেস্টার বার্নাডেট, সিজেকেএস সহ–সভাপতি ওএলএস সেক্রেটারী ও ফান ফেয়ার কো–কনভেনর ওপিএন মোঃ হাফিজুর রহমান, ওএলএস কনভেনর ও ফান ফেয়ার কো–কনভেনর ওপিএন রোনাল্ড গোমেজ এবং ফান ফেয়ার কো–কনভেনর ওপিএন সৈয়দ মোঃ তানসির তাইমুর মোরশেদসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।