সেন্টমার্টিন সৈকতে ভেসে এল অজ্ঞাত যুবকের লাশ

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে।

আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সেন্টমার্টিন দ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহে রয়েছে একটি কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে একটি মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয়দের কাছে জেনেছি। লাশটি উদ্ধার করতে পুলিশে খবর দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৩০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধট্রাকের নিচে বাইক, প্রাণ ঝরলো ফটিকছড়ি সড়কে