মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে এবার মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। বেলা ১১টা পর্যন্ত গুলির শব্দ পাওয়া গেছে।
শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সালাউদ্দীন বলেন, বৃহস্পতিবার সীমান্তে থেমে থেমে গোলাগুলি হয়েছে। অন্যদিনের তুলনায় বেশি ছিল। এতে সীমান্তের জেলেরা মর্টার শেল ও গুলি আতঙ্কে ভুগছেন।
এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস বলেন, সীমান্তে সকাল থেকে খুব বেশি গুলির শব্দ পাচ্ছি। অনেক সময় বৃষ্টির মতো গুলির শব্দ হচ্ছে। সীমান্তের ওপারে আগুনের ধোঁয়াও দেখা যাচ্ছে।
এদিকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা ভোর থেকে মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল ও গুলির শব্দ শুনেছেন। সেন্টমার্টিন দ্বীপে আবাসিক হোটেলের পরিচালক ইসহাক বলেন, সকাল থেকে ভারী মর্টার শেল ও গুলিবর্ষণ হচ্ছে। এতে দ্বীপে ভবনগুলো কাঁপছে। এমন শব্দ আগে কখনও পাইনি।
শাহপরীর দ্বীপের বাসিন্দা গৃহিণী রহিমা খাতুন বলেন, ফজরের নামাজের পর থেকে গোলাগুলির শব্দ শুনেছি। প্রথমে বজ্রপাতের শব্দের মতো মনে হয়েছিল। পরে দেখি গোলাগুলি হচ্ছে। ভয় পেয়ে আমরা ঘরে ঢুকে গিয়েছিলাম।
দ্বীপের কৃষক মোহাম্মদ আমিন বলেন, ভোরে আমি নাফ নদের পাশে ক্ষেতে কাজ করতে যাই। ওই সময় মিয়ানমার থেকে গুলির শব্দ শুনি। ঘণ্টাখানেক সময়ে অন্তত একশ’র বেশি গুলির শব্দ শুনেছি। এর আগে আমাদের সীমান্ত থেকে এভাবে গুলির শব্দ শোনা যায়নি।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, এই প্রথমবার মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষে গোলাগুলি শুনলাম। অনেক ভারী শব্দ। দ্বীপের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ সীমান্তে মিয়ানমারের গোলাগুলির খবর পেয়েছি। সীমান্তে আমাদের বিজিবির টহল জোরদার করা হয়েছে। কোনো অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া হবে না।