সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে, কক্সবাজার থেকে ৩টি জাহাজ যথারীতি কক্সবাজারসেন্টমার্টিন নৌপথে চলাচল করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গতকাল সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ভূত সীমান্ত পরিস্থিতিতে টেকনাফসেন্টমার্টিন নৌপথে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কঙবাজারসেন্টমার্টিন নৌপথে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাহাজ চলাচল করবে।’

কবে নাগাদ টেকনাফ ঘাট থেকে আবার ভ্রমণ করা যাবে? এমন প্রশ্নে ইয়ামিন হোসেন বলেন, ‘এটি সাময়িক সিদ্ধান্ত এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের সীমান্তরক্ষীদের নৌপথে পাঠানোর প্রস্তুতি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে যুবলীগের বিভিন্ন পদে বিতর্কিতরা, ৫ জনের পদত্যাগ