সেন্টমার্টিনের পরিবেশ পুনরুদ্ধারে সরকার ঘোষিত মেরিন প্রটেক্টেড এরিয়া (এমপিএ) বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা ও সেখানে পর্যটক গমনে অনলাইন রেজিস্ট্রেশন চালু করাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। সেন্টমার্টিনের এমপিএ এলাকা নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য গতকাল রোববার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সুপারিশ করেন সংশ্লিষ্টরা।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশের ওপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর (অতিরিক্ত সচিব)।
তিনি বলেন, অপরিকল্পিতভাবে পর্যটন শিল্প গড়ে তোলা, প্লাস্টিক ও অন্যান্য দূষণ, ক্ষতিকর পদ্ধতিতে মাছ ধরা, অতিরিক্ত মাছ ধরা ও বড় বড় জাহাজ চলাচলসহ মনুষ্যঘটিত অন্যান্য কারণে সেন্টমার্টিন দ্বীপের প্রবালগুলো যেভাবে রোগাক্রান্ত হয়ে মরে যাচ্ছে, তা অব্যাহত থাকলে এবং অবিলম্বে পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হলে অদূর ভবিষ্যতে দ্বীপটি সাগরগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশংকা করছেন বিজ্ঞানীরা। তাই টেকসই ব্যবহারের জন্য সবার প্রচেষ্টায় এ দ্বীপকে বাঁচাতে হবে।
মতবিনিময় সভায় আরো অংশ নেন কঙবাজার- ১ আসনের সাংসদ জাফর আলম, কঙবাজার- ২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কঙবাজার উন্নয়ন কর্র্র্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচকেরা বলেন, সেন্টমার্টিনকে এমপিএ এলাকা ঘোষণার পর সেখানে রাতারাতি স্থাপণা নির্মাণ বেড়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। তাই সেন্টমার্টিনকে রক্ষায় সেখানে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়। এছাড়া সেখানে পর্যটক গমনে অনলাইন রেজিস্ট্রেশন চালু করা, রাত্রী যাপনের জন্য বিশেষ ফি ধার্য করা, হোটেলসমূহকে আশেপাশের ২শ মিটারের মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার রাখা ও নির্দিষ্ট স্থানে ময়লা রাখা বাধ্যতামূলক করা এবং পরবর্তীতে সে বর্জ্য মূল ভূ-খন্ডে এনে পুঁতে ফেলার সুপারিশ করা হয়।
গত ৪ জানুয়ারি সেন্টমার্টিন ও সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের ১ হাজার ৭৪৩ বর্গ কি. মি. এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া (এমপিএ) ঘোষণা করা হয়েছে। এর আগে সরকার এ দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে।