সেন্টমার্টিনে পৌঁছায়নি নির্বাচনী সরঞ্জাম,ভোটগ্রহণ স্থগিত

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

স্থগিত করা হয়েছে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের একমাত্র কেন্দ্রের ভোটগ্রহণ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় ভোটের সরঞ্জাম ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌঁছাতে পারেননি দ্বীপে। তাই সেন্টমার্টিনের জিনজিরা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেন কঙবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ভোটের সরঞ্জামসহ সংশ্লিষ্টরা প্রতিটি কেন্দ্রে যায়। কিন্তু বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিনে নির্বাচনী সরঞ্জাম পাঠানো যায়নি। ভোটগ্রহণ কর্মকর্তারা টেকনাফে আটকে আছেন। তাই পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনের জিনজিরা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেন্টমার্টিন জিনজিরা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হলেও টেকনাফের বাকিসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের বয়ায় আটকে যায় পণ্যবাহী বিদেশি জাহাজ
পরবর্তী নিবন্ধদুদিন পর বন্দর সচল