সেন্টমার্টিনে নিখোঁজ নারী পর্যটক পাঁচ দিন পর কক্সবাজারে উদ্ধার

‘বিসিএসের পদায়ন পছন্দ না হওয়ায় আত্মগোপন’

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া সেই বিসিএস ক্যাডার হ্যাপীকে (৩১) টেকনাফ থানা পুলিশ উদ্ধার করেছে। ৪১তম বিসিএসে তাকে বনবিভাগে পদায়ন করেছিলো সরকার। তবে ‘পদায়ন তার পছন্দ না হওয়ায় আত্মগোপনে’ চলে যান তিনি। গতকাল শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি। তিনি জানান, সেন্টমার্টিন ভ্রমণ করতে গিয়ে গত রোববার থেকে তার (হ্যাপী) সন্ধান মিলছে না মর্মে তার সাথে বেড়াতে আসা সহপাঠীরা পুলিশকে অবিহিত করার পাশাপাশি থানায় একটি লিখিত ডায়রি করে। এরপর পুলিশ তাকে উদ্ধারের কার্যক্রম শুরু করে। নিখোঁজের পর গত ৫ ফেব্রুয়ারি তার মোবাইল লোকেশান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় ট্রেকিংয়ে পাওয়া যায়। শুক্রবার ভোরে কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন এ আর গেস্ট হাউস নামে একটি হোটেলের রুম থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারের পর ওই নারী পর্যটককে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া নিখোঁজ নারী হ্যাপীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ব্যক্তিগত সমস্যা এবং বিসিএস ক্যাডারে বনবিভাগে পদায়ন মত না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনটাকে আড়ালে রাখার জন্য এই পথ বেঁচে নিয়েছেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, এ ঘটনার বিষয়টি জানার পর টেকনাফ থানা পুলিশ সদস্যরা নিখোঁজ নারীকে উদ্ধার করার জন্য অভিযানিক কার্যক্রম শুরু করে। শুক্রবার কক্সবাজার বিচ পয়েন্ট এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলেয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধদিনদুপুরে ইউপি মেম্বারকে পিটিয়ে জখম