প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ ও পর্যটকদের রাত্রী যাপন নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে দ্বীপের হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (৩০ অক্টোবর)বিকাল ৪টা দিকে দ্বীপে হাজার হাজার জনতা সেন্টমার্টিন জুড়ে এই বিক্ষোভ মিছিলের করেছেন।এর আগে সরকারের একই সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার ( ২৩ অক্টোবর) ছাত্র- জনতা, হোটেল – রেস্টুরেন্টে ও শ্রমিকরা মানববন্ধন ও গণমিছিল করেছিল।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সেন্টমার্টিনের সাবেক মেম্বার হাবিবুর রহমান বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকার পরিবেশগত সংকটাপন্ন দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমরা মানিনা,আমাদের দাবি মেনে না দিলে দ্বীপে কোন পর্যটকবাহী জাহাজ আসতে দেওয়া হবেনা,আগের মত পর্যটক আসার সুযোগ সহ দ্বীপে পর্যটকদের রাত্রী-যাপনের ব্যবস্থার সুযোগ দিতে হবে, আমাদের পেঠ বাঁচাতে হবে, আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বাংলাদেশে এ রকম কোন আইন বাস্তবায়ন করা যাবেনা।
এ সময় তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে করে আরও বলেন,মানুষের পেঠে লাতি মেরে মানুষকে ভাতে মেরে কোন আইন হয়না। সেন্টমার্টিন নিয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য বলা হয়ে বিক্ষোভ মিছিলে।
উল্লেখ্য,মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিনে নভেম্বর মাসে পর্যটক যেতে পারবে, তবে রাত্রিযাপন করতে পারবে না। ডিসেম্বর-জানুয়ারি মাসে সর্বোচ্চ ২ হাজার জন পর্যটক রাত্রিযাপন করতে পারবে। ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে পর্যটন পুরোপুরি বন্ধ থাকবে। তখন সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।