সেনাবাহিনীর পরিচয়ে কতিপয় প্রতারক থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল বুধবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।
সকলের অবগতির জন্য আইএসপিআর জানায়, ‘বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোনো অভিযান পরিচালনা করে না। এক্ষেত্রে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।’
আইএসপিআর জানায়, ‘দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।’