মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সিঙ্গাপুরে পৌঁছে এশিয়া সফর শুরুর পর চীন ফের হুঁশিয়ারি দিয়েছে। পেলোসি তাইওয়ানে গেলে চীনের সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না বলে শাসিয়েছে দেশটি। গভীর মনযোগ সহকারে যু্ক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এশিয়া সফরের দিকে লক্ষ্য রাখছে চীন। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি তিনি তাইওয়ান সফরে যান তবে চীনের সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না। খবর বিডিনিউজের।
পেলোসির এশিয়া সফর নিয়ে গত কয়েকমাস ধরেই চর্চা চলছে। সিঙ্গাপুরে পদাপর্ণের মধ্য দিয়ে সোমবার তিনি এশিয়া সফর শুরু করেছেন। সফরকালে পেলোসি তাইওয়ানে যাবেন কিনা সে প্রশ্নের উত্তর এখনও অজানা। মূলত তাইওয়ানের কারণেই পেলোসির সফর নিয়ে এত কথা। চীন থেকে বিচ্ছিন্ন হয়ে তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও এর স্বীকৃতি পায়নি।
চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে। যারা একদিন পুনরায় মিলিত হবে এবং এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের কথাও বারবার বলেছে বেইজিং। তাইওয়ান প্রসঙ্গে চীন সরকার অত্যন্ত সংবেদশীল এবং দেশটির বৈদেশিক নীতি তাইওয়ানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উপর অনেকাংশে নির্ভর করে। অন্যদিকে, তাইওয়ানের স্বাধীনতায় স্বীকৃতি না দিলেও আন্তর্জাতিক অঙ্গনে তাদের সবচেয়ে বড় এবং প্রভাবশালী সমর্থক যুক্তরাষ্ট্র।
তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র নিয়মিত তাদের অত্যাধুনিক অস্ত্র তাইপের কাছে বিক্রি করে। এমনকী, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা সরাসরি দ্বীপটিকে সামরিক সমর্থন দেওয়ার কথাও বলে। কিন্তু তাইপের সঙ্গে এখন পর্যন্ত ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।