সেকান্দর হায়াত খান দলের দুঃসময়েও রাজপথে ছিলেন

মৃত্যুবার্ষিকীতে মোছলেম উদ্দিন

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, মরহুম সেকান্দার হায়াত খান দলের দুঃসময়ে বারবার জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। তার জীবনের উপর হামলাও এসেছে। তবুও তিনি দমিত হননি এবং আদর্শচ্যুত হননি। এমন একটি মানুষের ছায়া যদি আমরা হারিয়ে ফেলি এর জন্য সেকান্দার হায়াত খানের ক্ষতি নেই। ক্ষতি হবে আমাদের এবং বাঙালির স্বাধীন জাতিসত্তার। তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মোহরায় মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকান্দর হায়াত খানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকালেও স্বাধীনতা বিরোধী অপশক্তির আস্ফালন চলছে। এরা দেশ-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। এমনকি এদের কেউ কেউ প্রকাশ্যে ৭৫ এর ১৫ আগস্টের পুনরাবৃত্তির হুমকি দিচ্ছে। অথচ আমরা নির্বিকার। কারণ আমরা ক্ষমতায় আছি। মনে রাখতে হবে আমরা মোটেও নিরাপদ নয়। নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে। তাদের এখনি বিষদাঁত উপড়ে ফেলার সময় এসেছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম, নূর মোহাম্মদ নুরু, নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, মরহুমের পুত্র আশেক রসূল খান বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপিকে ২৫ হাজার মাস্ক দিল পাঁচলাইশ বিট পুলিশ
পরবর্তী নিবন্ধসরকার পতনে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন : খসরু