সেই লেডি গ্যাং লিডার আবার শিরোনামে (ভিডিও দেখুন)

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নগরীর নেভালে এক তরুণীকে হুমকি দিয়ে চট্টগ্রামের সেই লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমি আবার শিরোনাম হয়েছেন। বাসায় ঢুকে পিটানোর ঘটনায় কয়েক মাস আগে গ্রেপ্তার হওয়ার পর এবার তিনি ও তার এক সঙ্গী নেভালে ওই তরুণীকে বলেন, ‘তুই আমাকে চিনস? আমি বললে এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না।’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে গতকাল শনিবার নিজ বাসা থেকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ। অভিযুক্ত সিমি নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। তার গ্রামের বাড়ি খুলনার বাগেরহাটে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ আজাদীকে বলেন, ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সিমিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা ভিকটিমকে খুঁজছি। তাকে পাওয়ার পর বলা যাবে বাদী কে হবেন। ৬ বছর আগে সিমির পিতা মারা গেছেন। এক ভাই ও মাকে নিয়ে নগরীর সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি একটি কলেজের শিক্ষার্থী। গতকাল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও উত্তেজিত দেখা গেছে লেডি গ্যাং লিডারকে। এক পর্যায়ে সিমির সাথে সেখানে উপস্থিত এক তরুণ ওই তরুণীকে কয়েক দফা চড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।
এর আগে গত বছরের ২৪ আগস্ট অনলাইনে কিশোর গ্যাং কালচারের বিরোধের জের ধরে বাসায় ঢুকে অধরা আহমেদ (২২) নামে এক তরুণীকে মারধর করে সিমি ও তার গ্রুপ। পরে হামলাকারী ওই গ্রুপটি ‘শিক্ষা দিতে’ মারধরের ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। ইপিজেড থানার বন্দরটিলা কসাই গলি এলাকায় ঘটনাটি ঘটে। পরে ওই তরুণীর মামলার জেরে গত ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন সিমি। সেই সময় তার দুই সহযোগী হালিশহর থানার নয়াবাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. শাখাওয়াত ও বন্দর থানার ইস্ট কলোনি এলাকার আজিবুর রহমানের ছেলে মো. লামিম শাওনকেও গ্রেপ্তার করা হয়।
হামলার শিকার অধরা আহমেদ বলেছিলেন, অনলাইনে পরিচয়ের পর শাখাওয়াত নামের এক কিশোরের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান এবং ওই কিশোরের অনৈতিক বিভিন্ন প্রস্তাবের প্রতিবাদ করায় বন্ধুবান্ধব নিয়ে তার বাড়ি গিয়ে হামলা করা হয়েছে। তারাই আবার সেই ভিডিও ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন।
ভিডিও দেখার জন্য ক্লিক করুন: https://www.facebook.com/DainikAzadi/videos/781413299454567

পূর্ববর্তী নিবন্ধদোকান দেয়ার ইচ্ছে থেকে তিনি যা করলেন
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে শনাক্তের সংখ্যা বেড়েছে ৬৭.২৭% মৃত্যু বাড়ল ৪৯ শতাংশ