সেই র‌্যাম্প দিয়ে যান চলাচল শুরু

বহদ্দারহাট ফ্লাইওভার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

প্রায় ১৩ দিন বন্ধ রাখার পর গতকাল সন্ধ্যা ৬টায় নগরের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী আরাকান সড়কের সাথে সংযুক্ত র‌্যাম্পটি যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। তবে র‌্যাম্পটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে হাইট ব্যারিয়ার নির্মাণ করেছে সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে র‌্যাম্পটির দুটি পিলারে ‘ফাটল’ দেখা দেওয়ার সংবাদ প্রচার হলে গত ২৫ অক্টোবর রাত ১১টা থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছিল চসিক। ২৮ অক্টোবর ‘ফাটল’ সৃষ্টির কারণ উদঘাটন ও প্রতিকার নির্ণয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুর রহমান ভূঁইয়া এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমানকে দিয়ে দুই সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে চসিক।
৪ নভেম্বর কমিটি তাদের রিপোর্টে জানায়, যেখানে ফাটল মনে হয়েছে সেখানে পিলার দুটিতে আপাতদৃষ্টিতে সৃষ্ট ফাটল প্রাথমিক পর্যবেক্ষণে কোনো স্ট্রাকচারাল ক্র্যাক বা ফাটল হিসেবে পরিলক্ষিত হয়নি। এমতাবস্থায় পিলার দুটির ঐ অংশটুকুতে বিদ্যমান ফোম সরিয়ে যথাযথভাবে পরিষ্কার করে সে অংশটুকু ‘হাই স্ট্রেংথ থিন কংক্রিট’ ব্যবহার করে পুরোপুরিভাবে কংক্রিট পৌঁছানো নিশ্চিতকরণ সাপেক্ষে ফিনিশিং করে দিতে হবে। বিষয়টি সিডিএকে জানানোর পর তারা তদন্ত কমিটির সুপারিশ মেনে ফিনিশিং করে দেয়। এরপর র‌্যাম্পটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বলে আজাদীকে জানান চসিকের নির্বাহী প্রকৌশলী শাহীনুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধলঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ল
পরবর্তী নিবন্ধউদ্ধার দুই বোন চাচার জিম্মায় নারীসহ গ্রেপ্তার ৩ জন জেলে