সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন প্রতিযোগিতা কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে টিম চট্টগ্রামের আয়োজনে কাল ৮ জানুয়ারি পতেঙ্গা সি-বীচে অনুষ্ঠিত হবে সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২১। এই প্রতিযোগিতায় দুটি ভিন্ন ক্যাটাগরি ২১.১ কিলোমিটার এবং ৭.৫ কিলোমিটারে প্রতিযোগিরা অংশ নেবেন। ২১.১ কিলোমিটারে ১৫০ জন এবং ৭.৫ কিলোমিটারে ১১০ জন প্রতিযোগি অংশ নেবেন। পুরুষের পাশপাশি নারী প্রতিযোগিরাও এতে অংশ নেবেন। এই প্রতিযোগিরা সারা বাংলাদেশ থেকে আসবেন। একশ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই প্রতিযোগিতা পরিচালনা করা হবে। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
সকাল ৬টায় পতেঙ্গা সৈকতের পাশ ঘেঁষে তৈরি হওয়া চট্টগ্রাম রিং রোডে ম্যারাথন শুরু হবে। পতেঙ্গা বীচ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হালিশহর বিচ পর্যন্ত রাস্তা ঘুরে এসে ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। ২১.১ কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম ৫ জন পুরুষকে প্রাইজমানি ও ক্রেস্ট, ২১.১ কিলোমিটারে প্রথম ৩ জন নারীকে প্রাইজমানি ও ক্রেস্ট, ৭.৫ কিলোমিটারে প্রথম ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হবে। পঞ্চাশোর্ধ বয়সের প্রথম তিনজনের জন্য রয়েছে সন্মাননা স্মারক। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত থাকবেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সেইলরের প্রধান পরিচালনা কর্মকর্তা রেজাউল কবির।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০৮.৮৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরামগড়ে মৈত্রী সেতু পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল